কুষ্টিয়ার আখড়াবাড়ীতে তিন দিন ব্যাপী লালন স্মরণোৎসবের শুভ উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি: “মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাউল সম্রাট ফকির লালন শাহ’র এই আধ্যাত্মিক বানীর শ্লোগানে দৌলপূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ীতে তিন দিন ব্যাপী লালন স্মরণোৎসব’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার রাত ৮টায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি এ লালন স্মরণোৎসব’র উদ্বোধন করেন। এ উপলক্ষে লালন একাডেমির মূল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী ও জিপি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমূখ। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড.মোঃ শাহিনুর রহমান। আলোচনা শেষে মূল মঞ্চে একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন। এবার আখড়াবাড়িতে লালনের নতুন একটি মূর‌্যাল ও একতারা স্থাপন করা হয়েছে। যেহেতু এখানে অনেক বিদেশি ভক্তরা আসেন। তাই করোনা ভাইরাস এর কারনে এবার বিদেশীদের এখানে আসতে নিরুৎসাহিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য, বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দৌলপূর্নিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। এবারও সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় লালন একাডেমি এ লালন স্মরনোৎসবের আয়োজন করেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ