বান্দরবানে মাটির নিচে মিলল বিপুল অস্ত্র-গুলি

বান্দরবানে অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা দশটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। রুমা উপজেলার গ‍্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় রোববার রাতে এ অভিযান চালায় বিজিবি।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার জানান, দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় একটি পাহাড়ে বেশ কিছুদিন থেকে মিয়ানমারের আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সশস্ত্র সদস্যরা অবস্থান করছে- এমন খবর পেয়ে গ‍্যালেঙ্গা বিজিবির ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। তিনি জানান, অভিযানের সময় এএলপির সদস্যরা সেখান থেকে সটকে পড়ে। পরে ওই এলাকায় মাটি খুঁড়ে ১০টি দেশীয় তৈরি অস্ত্র, ১৭০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, এএলপির ব্যবহৃত দুটি সেট ইউনিফর্ম, এসএমজির একটি ম‍্যাগজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ