টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্ত¡রে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরালে প্রথমে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান । এরপর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ